Glossary term: ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক
Description: ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক হলো প্রতি একক সময়ে দোলনের সংখ্যা- যেমন সাইকেল/সেকেন্ডে বা (হার্টজ[Hz])৷ এটি হলো সব ধরনের তরঙ্গের একটি ধর্ম - শব্দ তরঙ্গ,আলো বা মহাকর্ষীয় তরঙ্গ।কোনো তরঙ্গের কম্পাংক এবং তরঙ্গদৈর্ঘ্য সূত্র ফ্রিকোয়েন্সি= v / তরঙ্গদৈর্ঘ্য।যেখানে ভ হলো তরঙ্গের বেগ।ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন নিয়ে আলোচনা করার সময় এস্ট্রোনোমাররা সাধারণত ফ্রিকোয়েন্সি আর তরঙ্গদৈর্ঘ্য (মাঝেমধ্যে আলোচনাসাপেক্ষ) ব্যবহার করেন।
Related Terms:
See this term in other languages
Term and definition status: The original definition of this term in English have been approved by a research astronomer and a teacher The translation of this term and its definition is still awaiting approval
The OAE Multilingual Glossary is a project of the IAU Office of Astronomy for Education (OAE) in collaboration with the IAU Office of Astronomy Outreach (OAO). The terms and definitions were chosen, written and reviewed by a collective effort from the OAE, the OAE Centers and Nodes, the OAE National Astronomy Education Coordinators (NAECs) and other volunteers. You can find a full list of credits here. All glossary terms and their definitions are released under a Creative Commons CC BY-4.0 license and should be credited to "IAU OAE".