Loading...

Glossary term: সাদা বামন

Also known as শ্বেত বামন

Description: যে সকল তারকার ভর সূর্যের ভরের আটগুণ তাদের আয়ুষ্কাল শেষে তারা সাদা বামনে পরিনত হয়। আমাদের সূর্যও এই তালিকার অন্তরভুক্ত। সাদা বামনদের ঘনত্ব অনেক বেশি হয়ে থাকে , একটি সাধারন সাদা বামনের সূর্যের সমান ভরকে পৃথিবী বা এর চেয়ে একটু বড় গোলকে আবদ্ধ করে রাক্তে পারে। সাদা বামনের কেন্দ্রে নিউক্লিয়ার শক্তি উৎপন্ন হয়না , এটি এর পুরবের উৎপন্ন শক্তির কারণে জ্বলতে থাকে। সবচেয়ে উত্তপ্ত সাদা বামনদের দেখতে সাদা বা নীল লাগে তাদের পৃষ্ঠে বিকিরিত অতন্ত উষ্ণ ও উচ্চ তাপমাত্রার শক্তির জন্য। এদের কেন্দ্র সাধারণত হিলিয়াম বা কার্বন-অক্সিজেন অথবা অক্সিজেন-নিয়ন-ম্যাগনেশিয়াম দ্বারা গঠিত হয়ে থাকে যা এদের প্রাথমিক ভরের উপর নির্ভরশীল। এরা নিজেদের মহাকর্ষণ বলের কারণে সংকুচিত হয়না কেননা এদের অভ্যন্তরে ইলেকট্রনের অধপপতনের চাপশক্তি এর বিপরীতমুখী বল হিসেবে কাজ করে- যা একটি কোয়ান্টাম ঘটনা। এই অধঃপতনের চাপশক্তি কেবলমাত্র সূর্যের ভরের ১.৪ গুণ পর্যন্ত ভর সমৃদ্ধ তারকার ক্ষেত্রে প্রযোজ্য। নাক্ষত্রিক অস্তিত্ব যাদের ভর এই সীমার চেয়ে বেশি ( চন্দ্রশেখর সীমা ) সাধারণত নিউট্রন তারকা অথবা কৃষ্ণবিবর( ব্ল্যাক হোল ) হয়ে থাকে।

Related Terms:



See this term in other languages

Term and definition status: The original definition of this term in English have been approved by a research astronomer and a teacher
The translation of this term and its definition is still awaiting approval

The OAE Multilingual Glossary is a project of the IAU Office of Astronomy for Education (OAE) in collaboration with the IAU Office of Astronomy Outreach (OAO). The terms and definitions were chosen, written and reviewed by a collective effort from the OAE, the OAE Centers and Nodes, the OAE National Astronomy Education Coordinators (NAECs) and other volunteers. You can find a full list of credits here. All glossary terms and their definitions are released under a Creative Commons CC BY-4.0 license and should be credited to "IAU OAE".