Loading...

Glossary term: উচ্চতা

Description: উচ্চতা শব্দটির দুটি অর্থ রয়েছে। জ্যোতির্বিজ্ঞানের প্রসঙ্গে, এটি একটি নির্দিষ্ট ধরনের স্থানাঙ্ক ব্যবস্থায় একটি নির্দিষ্ট কোণকে ("একটি তারার উচ্চতা") বোঝায়। অন্যদিকে, এটি কোন নির্দিষ্ট রেফারেন্স স্তরের সাপেক্ষে একটি উল্লম্ব দূরত্বকে বোঝায় (যেমন, "সমুদ্রপৃষ্ঠ থেকে ৫০০০ মিটার উঁচু")।

জ্যোতির্বিজ্ঞান (এবং জরিপে) "উচ্চতা" শব্দটি দ্বারা তথাকথিত অনুভূমিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটি কোণ বুঝায়। এই কোণটি পরিমাপ করে কোন বস্তু কতটা উঁচুতে অবস্থান করছে, যেমন- যদি আপনি আপনার আঙ্গুল কোন বস্তুর থেকে প্রসারিত করেন এবং তারপর সে আঙ্গুলটি সোজাভাবে নিচে নামিয়ে দিগন্তের দিকে প্রসারিত করেন, তাহলে আপনার বাহুর যে দিক পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনের কোণই হল "উচ্চতা"। উচ্চতা ডিগ্রী বা রেডিয়ান উভয় এককেই পরিমাপ করা হয়। দিগন্তে একটি বস্তুর উচ্চতা হবে 0°, এবং সরাসরি মাথার উপরে থাকা একটি বস্তুর উচ্চতা হবে 90°। বর্তমানে দিগন্তের নিচে থাকা বস্তুগুলোর জন্য ঋণাত্মক উচ্চতার মান (অর্থাৎ শূন্যের নিচে) নির্ধারণ করা হয় যেখানে উচ্চতা কোণটি দ্বারা দিগন্তের নিচে বস্তুটি কতটা দূরে তা পরিমাপ করা হয়। বস্তুটি যদি আপনার পায়ের সরাসরি নিচে "কুবিন্দুতে" (Nadir) থাকে, তাহলে তার উচ্চতা হবে -90°। অন্যান্য প্রসঙ্গে, যেমন বিমান চালনা বা বায়ুমণ্ডলীয় পদার্থবিজ্ঞানের মতো ক্ষেত্রে, উচ্চতা, কোন স্থান কতটা উঁচুতে অবস্থান করছে তা পরিমাপ করে, বিশেষ করে কোন নির্দিষ্ট রেফারেন্স স্তরের তুলনায়। পৃথিবীতে, উচ্চতা সাধারণত গড় সমুদ্রপৃষ্ঠ থেকে কতটা উঁচু তা দ্বারা নির্ধারিত হয়। এই অর্থে, উচ্চতা দৈর্ঘ্যের এককে পরিমাপ করা হয়, যেমন মিটার।

Related Terms:



See this term in other languages

Term and definition status: The original definition of this term in English have been approved by a research astronomer and a teacher
The translation of this term and its definition is still awaiting approval

The OAE Multilingual Glossary is a project of the IAU Office of Astronomy for Education (OAE) in collaboration with the IAU Office of Astronomy Outreach (OAO). The terms and definitions were chosen, written and reviewed by a collective effort from the OAE, the OAE Centers and Nodes, the OAE National Astronomy Education Coordinators (NAECs) and other volunteers. You can find a full list of credits here. All glossary terms and their definitions are released under a Creative Commons CC BY-4.0 license and should be credited to "IAU OAE".